
ডেস্ক: ইসরায়েলের সীমান্তবর্তী গাজার সীমানার কাছে হামাস নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান গাজার নিকটবর্তী একটি এলাকায় এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, যারা গাজা-ইসরায়েলের সীমানার কাছাকাছি এসে বিক্ষোভ করবে তারা নিজেদের জীবনকে বিপন্ন করে তুলবে। এসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার ইসরায়েলি নীতির কোন পরিবর্তন হয়নি বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, লিবারম্যান যেস্থানে এসব কথা বলেন সেখানেই গত শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে ১৮ জন ফিলিস্তিনি প্রাণ হারান। সেদিন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে হামাস আয়োজিত ৬ সপ্তাহব্যাপী টানা বিক্ষোভের প্রথম দিন ছিল।
লিবারম্যানের এই কঠোর মন্তব্যের ফলে সামনের শুক্রবার ওই অঞ্চলে আরো রক্তপাতের আশংকা বৃদ্ধি পাচ্ছে। কেন না ওইদিন আরো বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে গোলাগুলির নির্দেশ দেয়ার জন্য লিবারম্যানসহ ইসরায়েলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের অভিযুক্ত করে।
সংস্থাটি জানায়, ফিলিস্তিনি বিক্ষোভকারীরা জীবনের জন্য কোন হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
গত শুক্রবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলার ঘটনার স্বাধীন তদন্ত দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তা প্রত্যাখ্যান করেন। বরং তিনি অনবরত উস্কানি দেয়ার অভিযোগে গাজা শাসন করা সুন্নি ইসলামী সংগঠন হামাসকে সতর্ক করে দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম