
গাজা সিটি: ইসরাইলি সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দক্ষিণ ইসরাইলের সীমান্তবর্তী একটি শহরে রকেট হামলার জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
গত রোববার দিনের বেলায় দক্ষিণ ইসরাইলের এসদেরত শহরে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলা করা হয়। অবশ্য এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিক্রিয়ায় ইসরাইল রোববার মধ্যরাতের আগে গাজায় বিমান এবং ট্যাংক হামলা করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশরাফ আল-কিদরা জানান, ইসরাইলি হামলায় ১৭ বছরের এক কিশোরসহ দুইজন ফিলিস্তিনি সামান্য আহত হয়েছে।
তিনি জানান, ইসরাইল সীমান্তের কাছে গাজার উত্তরাঞ্চলে বেশিরভাগ বিমান হামলা করা হয়েছে। হামাস এগুলোর টার্গেট ছিল। উল্লেখ্য, গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেঃ কর্নেল পিটার লার্নার অভিযোগ করেন, হামাস ইসরাইলি সীমান্ত এলাকার জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করার জন্য রকেট হামলা করেছে। দক্ষিণাঞ্চলের ইসরাইলি জনগণকে শান্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
২০১৪ সালে ইসরাইল, হামাসের সঙ্গে প্রায় দুইমাসের একটি যুদ্ধে লিপ্ত হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যেই যুদ্ধবিরতি চলছে। তবে উভয়পক্ষই মাঝেমধ্যে একে অপরের বিরুদ্ধে ছোটখাটো হামলার ঘটনা ঘটায়। সূত্র: ফক্স নিউজ
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম