
ডেস্ক: গাজা বিক্ষোভের পঞ্চম সপ্তাহে শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে আরো ৩ জন ফিলিস্তিনি প্রাণ হারান এবং ৩৫০ জন আহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় অন্যান্য সপ্তাহের মতই হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশগ্রহণ করেন। গত ৩০ মার্চ থেকে ‘মার্চ অব রিটার্ন’ নামে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যাচ্ছে হামাস। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি জবর দখলের প্রতিবাদে দীর্ঘ সময়ের এই বিক্ষোভের ডাক দেয় হামাস।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাদের আগুনে ৭৫ জন আহত হন।আহতদের মধ্যে ৬ জন সাংবাদিক এবং ৪ জন চিকিৎসা কর্মী রয়েছেন। আহত ফিলিস্তিনিদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, আরো দুইজনের অবস্থা খুবই গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্যান্যরা মাঝারি অবস্থায় আছেন।
এদিকে ফিলিস্তিনের মান বার্তা সংস্থা জানায়, গাজা সিটির পূর্বাঞ্চলে এবং খান ইউনিসের পূর্বাঞ্চলে দুই ফিলিস্তিনিকে গুলি করে আহত করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, শুক্রবারের এই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি অংশগ্রহণ করেছেন। ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় পরিষদের কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত ৩০ মার্চ থেকে এই পর্যন্ত গাজা বিক্ষোভে ৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫১১ জন আহত হয়েছেন। সূত্র: হারেতজ
গ্রন্থনা: ফারহানা করিম