
গাজীপুর: প্রায় ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে কালিয়াকৈর চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার আগুন ।
রোববার সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর, ঢাকা, জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের নিরলস চেষ্টায় আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর পলাশ চন্দ্র মদক জানান, শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন কয়েকদফা নিয়ন্ত্রণে এলেও পরে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার তিন তলায় সুতার গুদামে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
আগুনের তীব্রতা বাড়তে থাকলে ওই রাতেই কালিয়াকৈর, ঢাকা, জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
চেষ্টার ৫ ঘণ্টা পর শনিবার ভোরের দিকে আগুন সাময়িক নিয়ন্ত্রণে এলেও তা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফের ১২ ঘণ্টা পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এক পর্যায়ে আবারো আগুন ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন নেভাতে ফায়ার কর্মীদের দুটি স্নোরকেলসহ আরো ৭টি ইউনিট যোগ দেয়। ২০টি ইউনিট কর্মীরা প্রায় ৩২ ঘণ্টা পর রোববার সকাল পৌনে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় কমপক্ষে ১০জন শ্রমিক আহত হন। তাদেরকে কারখানার চিকিৎসা কেন্দ্র ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। আগুনে ওই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি/সাইফুল ইসলাম