
গাজীপুর: ফায়ার সার্ভিস কর্মীদের ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসার পর আবারও জ্বলছে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স পোশাক কারখানায় লাগা আগুন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনের তিনতলায় সুতার গুদামে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর পর আবারও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঢাকা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরশেদ আলী বিষয়টি জানান। তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার তিনতলায় সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, জয়দেবপুর ১টি, ইপিজেড ৩টি, টঙ্গী ৩টি, মির্জাপুর ২টি ও ঢাকা ২টি মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে ৫ ঘণ্টা চেষ্টার পর শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর একপর্যায়ে কয়েক ঘণ্টা পর আবার আগুন ধরে যায়।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ওই কারখানার আগুন ফের আমাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নেভাতে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন