
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। আর তাই প্রার্থীরা ব্যস্ত শেষ মুহুর্তের প্রচারণায়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সালনায় সকাল ৮টায় প্রচারণা শুরু করেছেন। আর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন বেলা ১১টায়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। শুক্রবার পর্যন্ত ৯ হাজার জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই বিপুল পরিমাণ সদস্য মোতায়েনের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করা। নির্বাচনি এলাকায় যাতে কেউ গোলোযোগ, অনিয়ম করতে না পারে। যারা দায়িত্বে নিয়োজিত থাকবে আগামীকাল সোমবার (২৫জুন) সকালে তাদের জন্য একটা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণে তাদের দায়দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে। আজ রবিবারই নির্বাচনি মালামাল বন্টন করে দেওয়া হবে যাতে করে ২৫ তারিখের মধ্যে কেন্দ্রে মালামাল পৌঁছে যায়।
এদিকে, ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে নির্বাচনী এলাকায়। টঙ্গী, জেলা শহর এবং মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র তারা অবস্থান করছেন। তাছাড়া, র্যাব এর ৫৮টি টিম, ১০ হাজার ২৪ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান