
গাজীপুর: সিটি করপোরেশনের কাশিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০/১২ জন। মঙ্গলবার কাশিমপুরের শৈলডুবি এলাকার ফেসটিড লিমিটেড কারখনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমরান হোসেন (১৭) ও সোহাগ (২২)। হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
আশুলিয়ার জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মো. লুৎফর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ১৮ জনকে এই কেন্দ্রে আনা হয়। তাদের মধ্যে ইমরান ও সোহাগরক মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জনকে এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুন অর রশিদ জানান, কাশিমপুরের শৈলপুবি এলাকার বিশ্বাস পোল্টির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেসটিড লিমিটেড কারখনার পানির ট্যাংক সরানোর সময় ওই ট্যাংকির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজন নিহত এবং ১০/১২ জন আহত হয়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন