
গাজীপুর: শিশু কন্যা হত্যার দায়ে সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে (৩০) ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে. এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
একই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি খুখিকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দণ্ডপ্রাপ্ত খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী মেয়ে।
সূত্র মতে, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. শফিউল আলমের সঙ্গে ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগরের নুরুল ইসলামের মেয়ে ফারজানার সাথে প্রথম বিয়ে হয়। সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুটি সন্তানও রয়েছে তাদের। সাত বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে শফিউল ২য় বিয়ে করেন শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে। প্রথম ঘরের মেয়ে জয়ার লেখা-পড়ার সুবিধার্থে বাবা ও সৎ মায়ের কাছে থাকতো।
বিষয়টি সৎ মা খুকি মেনে নিতে না পেরে গত বছর ১৩ জুন জয়াকে কুপিয়ে হত্যার পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাথরুমে লুকিয়ে রাখে ।
পরে ঘটনা জানাজানি হলে নিহত জয়ার মা ফারজানা বাদী হয়ে শাকিলার নামে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করে।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে খুকির দোষ প্রমাণিত হয়। গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/জাই