গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর: এমসি বাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল রহমান।
ওসি জানান, সকালে সবজি বোঝাই একটি পিকআপভ্যান গাজীপুরের এমসি বাজারের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের তিনজন নিহত হন এবং আহত হন আরো দুইজন।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই