
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তৈয়বুর রহমান নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তৈয়বুর টাঙ্গাইলের মির্জাপুর থানার দাতপাড়া এলাকার মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে। তিনি সিলেটের কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালিব নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, রোববার ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় সূত্রাপুর বোর্ডঘর এলাকার স্কয়ার ওষুধ কারখানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংর্ঘষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ