
ডেস্কঃ গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ভারতীয় অলরাউন্ডার শচীন বেবি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি এবারই প্রথমবারের মত খেলবেন। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। সেখানে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের বিরুদ্ধে একটি মারমুখী ওভার খেলার পর থেকে বাংলাদেশে ব্যাপক পরিচিতি মিলেছে তার।
‘বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের বিরুদ্ধে একটি মারমুখী ওভার খেলার পর থেকে বাংলাদেশে ব্যাপক পরিচিতি মিলেছে শচীন বেবির’
যদিও গাজী গ্রুপ ক্রিকেটার্স বিদেশী খেলোয়াড় কোটায় কাকে নির্বাচিত করেছে তা জানা যায় নি, তবু একটি মহল থেকে জানা যায় আগামী বৃহস্পতিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটি খেলার সম্ভাবনা রয়েছে শচীন বেবির। ধারণা করা হচ্ছে, শচীন বেবি আগমনের কারণেই বুধবার ফতুল্লায় অনুষ্ঠিত গাজী গ্রুপ ক্রিকেটার ও ভিক্টোরিয়ার মধ্যকার নির্ধারিত ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় দলের হয়ে না খেললেও শচীন বেবি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ব্যাট হাতে ১৪৬৮ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট।অন্যদিকে ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১২২১ রান এবং ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬৭ রান ও ৩টি উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী শচীন।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস