
ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। ওই ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই শ্রমিকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বালুভর্তি ট্রাক নিয়ে রবিউল গাবতলীতে পৌঁছালে হঠাৎ তার শরীরে গুলি লাগে। পরে তাকে ঢামেকে আনা হয়।
এর আগে বিকাল থেকে পরিবহন শ্রমিকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়।
তখন শ্রমিকরা পুলিশের একটি র্যাকার ভ্যানে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জলকামান ও সজোয়াযান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি, দারুস সালাম) সৈয়দ মামুন মোস্তফা নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন শ্রমিককে আটক করা হয়নি।
প্রসঙ্গত, মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ওই রায়ের পর খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলে। গত সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন।
এরই মধ্যে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে সোমবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেয়।
সড়ক দুর্ঘটনার জন্য দায়ী দুই চালকের সাজার প্রতিবাদে সারা দেশে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
প্রতিবেদন: প্রীতম