
আম্মান: সিরিয়া সংলগ্ন জর্ডান সীমান্তের কাছে গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জর্ডানি সেনা নিহত হন বলে জানিয়েছেন জর্ডানের কর্মকর্তারা। সিরীয় শরণার্থী শিবিরের বিপরীতে আল রুকবান জেলায় মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। সন্ত্রাসী এই হামলার কাজে বেশ কয়েকটি গাড়ি ব্যবহৃত হয়।
জর্ডানি কর্মকর্তারা জানান, জনশূন্য মরুভূমিতে জর্ডান সীমান্ত এবং শরণার্থী শিবিরের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। এখনও পর্যন্ত কোন গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন জর্ডানি সেনা শহীদ হন এবং ১৪ জন আহত হন।
জর্ডানের রাষ্ট্রীয় টিভি এটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনা হিসেবে উল্লেখ করে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় হামলায় অংশ নেয়া বেশ কয়েকটি গাড়িকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ঘটনার দুই সপ্তাহ আগে আল বাকায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে আইন আল বেশা এলাকায় জর্ডানি গোয়েন্দা পরিচালকের দপ্তরে একজন বন্দুকধারীর গুলিতে ৫ গোয়েন্দা কর্মকর্তা নিহত হন।
জর্ডানের প্রতিবেশি ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখল করে রেখেছে জঙ্গিগোষ্ঠী আইএস। এই গোষ্ঠী যেন জর্ডানে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটি। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই