
ঢাকা: ব্যক্তিগত গাড়ি কেনা আর বিদেশে উচ্চ শিক্ষায় সরকারি সহায়তা পেয়েছে এক হাজার ৭২১ কর্মকর্তা। বিগত তিন অর্থবছরে তাদের সাহায্য করতে ২৬০ কোটি ২০ লাখ টাকা ব্যয় করেছে বর্তমান সরকার। গাড়ি কিনতে সুদ মুক্ত ঋণ আর বিদেশে উচ্চশিক্ষা নিতে অনুদান দেয়া হয়েছে।
অর্থ বিভাগ প্রনীত ‘মধ্য মেয়াদী বাজেট কাঠামো ২০১৬-১৭ হতে ২০১৮-১৯’ শীর্ষক এক গ্রন্থ থেকে এই তথ্য জানা গেছে। জাতীয় সংসদে উত্থাপিত আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাবের সাথে সংযুক্ত ছিলো বইটি।
সূত্রমতে, ব্যক্তিগত গাড়ি কিনতে ‘প্রাধিকারপ্রাপ্ত’ ৭৬১ জন কর্মকর্তাকে সুদমুক্ত ঋণ দিয়েছে বর্তমান সরকার। বিগত তিন অর্থবছরে ‘সুদমুক্ত অগ্রিম’ খাত থেকে তাদের ১৫২ কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে। একই সময়ে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারের ৯৬০ জন কর্মকর্তা বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়েছেন। তাদের ১০৮ কোটি টাকার শিক্ষা অনুদান দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে আলোচনা করতে গিয়ে এতে আরো বলা হয়েছে, ওই তিন বছরে ছয় হাজার ৮২৯ জন কর্মকর্তা দেশে এবং দুই হাজার একজন কর্মকর্তা বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। এ সময়ে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১২ হাজার ৪৮ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।
একই সূত্রে জানা গেছে, ই-ফাইলিং পদ্ধতি চালু করতে এ বছর ৪৪২ জন সরকারি কর্মচারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া গত তিন বছরে চাকরিরত অবস্থায় মৃত্যু বরণকারী ৭৪৩ জন কর্মচারীর পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা করে মোট ৩৭ কোটি ১৫ লাখ টাকা দান করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই