
ঢাকা: ‘আশিকি ২’ সিনেমাতে গায়িকা চরিত্রে অভিনয় করে মাত করেছিলেন গোটা ভারতকে। তারপর থেকে প্রায় প্রতিটি সিনেমাতেই শ্রদ্ধা কাপুরকে গান গাইতে হয়েছে। এক ভিলেন, হায়দার, এবিসিডি টু, বাঘির পর এবার রক অন টু ছবিতেও তাকে গাইতে হবে প্রায় তিনটি গান।
‘সম্প্রতি গুঞ্জন উঠেছে গিটার শিখছেন শ্রদ্ধা’
শ্রদ্ধা কাপুর তাই গানকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে গিটার শিখছেন তিনি। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে মোহিত সুরির নতুন সিনেমা হাফ গার্লফ্রেন্ড ছবির এক দৃশ্যে গিটার বাজাতে দেখা যাবে তাকে। তবে এই ছবিতে শ্রদ্ধা শুধু গানে কণ্ঠ মেলাবেন।
সাধারণত অভিনয়শিল্পীদের আনাড়ির মতো গিটার বাজাতে দেখা যায়, বোঝাই যায় কাজটা তারা তেমন পারেন না। সাইফ আলী খানদের মতো গিটার-পারদর্শী অভিনেতা আছেন হাতে গোনা। শ্রদ্ধা গিটারের কর্ডগুলো শিখে নিয়েই তাই অভিনয় করতে চান, যেন তাকে পর্দায় আনাড়ি না লাগে।
পিয়ানোতে পারদর্শী শ্রদ্ধার জন্য কাজটা কঠিন হওয়ার কথা নয়। শ্রদ্ধা বলেছেন, ‘সংগীত আর সংগীতযন্ত্র আমাকে সব সময় টানে। এই ছবিতে গিটারের খুব একটা বড় ভূমিকা নেই, তবু আমি কর্ডগুলো শিখে রাখলাম।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস