
ডেস্ক : সার্জ গিনাব্রির হ্যাটট্রিকে স্যান ম্যারিনোর বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে জার্মানি। দলের হয়ে বাকি গোলগুলো করেন সামি খেদিরা এবং কেভিন ভোলান্ড। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী। ফলে রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ‘সি’ গ্রুপে চারটি ম্যাচের চারটিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো জার্মানি। অন্যদিকে, স্যান ম্যারিনো চার ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি।
এদিন ম্যাচের মাত্র সাত মিনিটে স্যান ম্যারিনোর জালে বল জড়ান সামি খেদিরা। নয় মিনিটে সার্জি গিন্যাব্রি তার প্রথম গোল করেন। ৩২ মিনিটে গোল করেন জোনাস হেক্টর। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গিন্যাব্রি। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জোনাস হেক্টর। ৭৬ মিনিটে হ্যাটট্টিক পূর্ণ করেন গিন্যাব্রি। ৮২ মিনিটে নিজেদের জালেই বল জড়ান স্যান ম্যারিনোর মাত্তিয়া স্টেফানেলি। ৮৫ মিনিটে শেষ গোলটি করেন কেভিন ভোল্যান্ড। ফলে বিশাল জয় নিয়েই স্যান ম্যারিনোর মাঠ ছাড়ে জার্মানি।
এর আগে গত দুই ম্যাচে জার্মানির বিপক্ষে ফিফা স্বীকৃত স্যান ম্যারিনো ১৯ গোল হজম করেছিল। প্রথম সাক্ষাতে ১৩-০ ব্যবধানে লজ্জার জয়ের পর দ্বিতীয় দেখায় তারা ৬-০ গোলে হেরেছিল।
অন্যদিকে, ‘সি’ গ্রুপের অন্যান্য ম্যাচে চেক রিপাবলিক ২-১ গোলে নরওয়কে, নর্দান আয়ারল্যান্ড ৪-০ গোলে আজারবাইজানকে হারিয়েছে।
সম্পাদনা: জাবেদ