
ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের এক গির্জায় ১০ জন ইসলাম বিদ্বেষী ঢুকে একটি শেষকৃত্যানুষ্ঠানকে বাধাগ্রস্থ করেছে। বিক্ষোভকারীদের পরনে ছিল মুসলমানদের ধর্মীয় পোশাক, কণ্ঠে ছিল ইসলাম বিরোধী শ্লোগান।
পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘পার্টি ফর ফ্রিডম’ নামে বিক্ষোভকারীদের এই দলটি তাদের বিক্ষোভের ছবি ও ভিডিও পোস্ট করে। একই সঙ্গে তারা দাবি করে, গির্জাটি ইসলামিক নেতা এবং বহু সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল হওয়ায় তারা এই প্রতিবাদ জানিয়েছে।
গির্জা কর্তৃপক্ষ এটিকে ‘বর্ণবাদী স্টান্ট’ হিসেবে অভিহিত করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এমনকি নিউ সাউথ ওয়েলস প্রদেশের গসফোর্ড অ্যাংলিকান চার্চে ঢুকে বিক্ষোভকারীরা একটি লাউড-স্পিকার নিয়ে তাতে মুসলমানদের নামাজকে ব্যঙ্গ করে।
এদিকে, সিনেটর পলিন হ্যানসনের অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির সঙ্গে এই সংগঠনটির যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। ওয়ান নেশন পার্টি বিগত নির্বাচনে অস্ট্রেলিয়ার সিনেটে চারটি আসনে জিতেছে।
এই ঘটনার প্রায় চব্বিশ ঘণ্টারও বেশি সময় পর ওয়ান নেশন পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পার্টি ফর ফ্রিডমের সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি