
ঢাকা: ১৬ আগস্ট ১৯১০ (ভাদ্র ১৩২৭ বঙ্গাব্দ) খ্রিষ্টাব্দে, শান্তি নিকেতনের গ্রন্থ বিভাগ থেকে একশ সাতান্নটি গীত নিয়ে বাঙালির বরপুত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর’র ‘গীতাঞ্জলি’ প্রথম প্রকাশিত হয়।
‘শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর’ নাম স্বাক্ষর করে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ধৃত করেন- ‘এই গ্রন্থের প্রথম কয়েকটি গান পূর্বে অন্য দুই একটি পুস্তকে প্রকাশিত হইয়াছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে যে- সমস্ত গান পরে পরে রচিত হইয়াছে তাহাদের পরস্পরের মধ্যে একটা ভাবের ঐক্য থাকা সম্ভবপর মনে করিয়া তাহাদের সকলগুলিই এই পুস্তকে একত্রে বাহির করা হইল’।
একশ তিনটি গীত নিয়ে ১৯১২ সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রথম প্রকাশিত Song offerings (গীতাঞ্জলি)।
এতে বাংলা গীতাঞ্জলি (১৯১০-সালে প্রকাশিত) থেকে নেয়া হয়েছে ৫৩ টি গীত এবং বাকি ৫৪ টি নেয়া হয়েছে ‘গীতামাল্য’ থেকে ১৬টি; ‘নৈবদ্য’ থেকে ১৫টি; ‘খেয়া’ থেকে ১১টি; ‘শিশু’ থেকে ৩টি; ‘কল্পন’ থেকে ১টি; ‘চৈতালি’ থেকে ১টি; ‘উৎসর্গ’ থেকে ১টি; ‘স্মরণ’ থেকে ১টি এবং ‘অচলায়তন’ থেকে ১টি।
নিউজনেক্সটবিডি ডটকম/বিধুনন জাঁ সিপাই/সাইফুল