গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আহমেদাবাদ: ভারতের গুজরাট রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিজয় রুপানি। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হবেন নিতিন প্যাটেল। ৭ আগস্ট রোববার রুপানি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন।
শুক্রবার এক বৈঠকের পর বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রুপানির নাম ঘোষণা করেন। এর আগে রাজ্যের দলিত ইস্যু নিয়ে দলের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে ১ আগস্ট সাবেক মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল পদত্যাগ করেন।
বিজয় রুপানি গুজরাট রাজ্যের বিজেপির প্রেসিডেন্ট এবং আনন্দীবেনের মন্ত্রিসভায় পরিবহন, পানি সরবরাহ, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে