
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ও ২টি ইড্রোলিক প্লাটফর্ম।
শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টায় সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে ঝাঁপ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাহতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনার সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এছাড়া নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর