
ঢাকা: যারা দেশে পরিকল্পিতভাবে একের পর এক গুপ্তহত্যা চালাচ্ছে তাদের সর্বোচ্চ সাজা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। বুধবার সকালে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গুপ্তহত্যা করে তারা যদি মনে করে দেশ উল্টে দেবে তা কিন্তু তারা পারবে না। হত্যাকারী ঠিকই ধরা পড়বে, হত্যাকারীর ঠিকই সাজা হবে। এবং সর্বোচ্চ সাজা এই হত্যাকারীরা ভোগ করবে।’
তিনি বলেন, ‘আজকে যদি তারা এভাবে পরিবারদের ওপর হাত দিতে শুরু করে তো কারো হাতই কিন্তু থেমে থাকবে না। এবং জনগণকে থামিয়ে রাখতে পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৪৪ বছর পরেও এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায়ও কার্যকর হয়েছে। পরিকল্পিতভাবে গুপ্তহত্যার অনেক আসামিও এরই মধ্যে গ্রেফতার হয়েছে। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।’ যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরত রাখতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই