
ঢাকা: বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে দেশের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের শান্তিপ্রিয় মানুষকে বলবো, আপনারা জেগে উঠুন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন। যেমনটা বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের শোক প্রকাশ করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলায় মানুষ নিহত হলে তিনি শোক জানান। কিন্তু নিজ দেশে নিরীহ মানুষ হত্যা হলে নীরব থাকেন। এটা কোন ধরনের রাজনীতি? আসলে তিনি এই সকল হত্যার সাথে জড়িত। তাই, নিন্দা না জানিয়ে সরকারকে দোষারোপ করছেন।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, ডা. দিলীপ কুমার রায় ও আব্দুল হক সবুজ বক্তব্য রাখেন।
বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। ১৯ জুন রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩টা থেকে ৪ পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই