‘গুপ্তহত্যা ঠেকাতে সরকার ব্যর্থ’

ঢাকা: গুপ্তহত্যা ঠেকানো ও কারণ অনুসন্ধানে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এই ধরনের গুপ্তহত্যা বেড়েই চলেছে, এবং সরকার এটি শুধু নিয়ন্ত্রন করতেই নয় প্রকৃত ঘটনা উদঘাটন করতেও ব্যর্থ হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিৎ অথচ সে বিষয়গুলোর প্রতি তাদের কোনো লক্ষ্য নেই।’
ফখরুল আরো বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই