
কুষ্টিয়া: আগুন সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষ হত্যা করছে। তাদের একচুল ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষ মারছে। সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালাচ্ছে। এ পরিস্থিতিতে সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’
এই যুদ্ধ পরিস্থিতিতে শত্রু মোকাবিলার কৌশলে কোনো ভুলত্রুটি যদি হয়, তা সংশোধন করা যাবে বলেও জানান তথ্যমন্ত্রী।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/ওয়াইএ