
আহমেদাবাদ: ভারতের বিশেষ একটি আদালত গুজরাটের গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার বিশেষ এসআইটি আদালতের বিচারক এই রায় প্রদান করেন। এর আগে ২ জুন গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ডে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত।
এদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাকী ১৩ জনকে অগ্নিসংযোগ এবং দাঙ্গা লাগানোর জন্য দণ্ড দেয়া হয়। এদের মধ্যে একজনকে ১০ বছরের জেল দেয়া হয়। বাকী ১২ জনকে ৭ বছরের জেল দেন বিচারক।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাটের মুসলিম আবাসিক এলাকা গুলবার্গ সোসাইটিতে হামলা করে উগ্র হিন্দু জনগোষ্ঠী। এর ফলে কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এহসান জাফরিসহ কমপক্ষে ৬৯ জন নিহত হন।
হত্যাকাণ্ডের ১৪ বছর পরে চলতি বছরের জুনের ২ তারিখ বিচারক অভিযুক্তদের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেন। বাকী ৩৬ জনকে বেকসুর খালাস দেন।
গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদে ৩০ টি বাংলো এবং ১০ টি অ্যাপার্টমেন্ট নিয়ে মুসলমানদের আবাসিক এলাকা গুলবার্গ সোসাইটির অবস্থান।
২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা রেলস্টেশনের সবরমতি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পরে গুজরাট জুড়ে দাঙ্গা শুরু হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করা হয়। সমালোচকদের অভিযোগ মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও দাঙ্গা বন্ধ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ