
ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক বলেন, খবর পেয়ে তারা কাজ শুরু করেছেন। তবে ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পর্যায়ক্রমে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে মার্কেটের একাংশ ধসে পড়েছে। মার্কেটের কাঁচা বাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো মার্কেটই ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মুসতাক আহমেদ বলেন, ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কাজ করছে।
আগুন লাগার খবর পাওয়ার পর বহু দোকান মালিক ও কর্মচারীরা ডিসিসি মার্কেটের সামনে ভিড় করেছেন। প্রায় আড়াই ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় ভোর পৌনে ৫টার দিকে মার্কেটের একদল ব্যবসায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের উপর চড়াও হলে তারা সরে যান। তখনো মার্কেটে আগুন জ্বলছিল। এর প্রায় ১৫ মিনিট পর পানি নিয়ে নতুন করে আগুন নেভাতে শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কমকর্তা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী