
চুয়াডাঙ্গা: ঢাকায় স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা সীমান্তের প্রায় ১২০ কিলোমিটার জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের উভয় দিকে যেকোনো সন্ত্রাসী হামলা প্রতিরোধে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থায় থেকে টহল জোরদার করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক স্থল পথে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশিতে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি কাস্টমস ইমিগ্রেশন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে।
ষ্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানান, দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তায় স্টেশনে বিজিবি টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ আমীর মজিদ জানান, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা ঘটনায় সীমান্তে বিজিবি চৌকিগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/জাই