
ডেস্ক: কনসার্টে গান করছেন গায়িকা। সামনে তার উন্মাতাল দর্শক। এমন সময়ে খুন হবেন— কে ভেবেছে! কিন্তু এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যান্ডের একটি গানের অনুষ্ঠানে। সেখানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে অকালে প্রাণ হারান ২২ বছর বয়সী আমেরিকান গায়িকা ক্রিশ্চিনা গ্রিম্মি।
ক্রিশ্চিনা ২০১৪ সালের আমেরিকান টিভি রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র প্রতিযোগী ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা দুঃখ প্রকাশ করছেন এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য।
ফ্লোরিডা পুলিশের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ওরল্যান্ডোর প্লাজা থিয়েটারের মঞ্চে ওঠেন ২২ বছর বয়সী এই তারকা শিল্পী। পারফর্ম শুরু করার কিছুক্ষণ পর মঞ্চের নিচের দিকে থাকা দর্শকের ভিড় ঠেলে এগিয়ে আসা এক যুবক তাকে গুলি করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ক্রিশ্চিনা।
পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলাকারী যুবক নিজেও ঘটনাস্থলে গুলি করে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস