গুলিতে ব্রিটিশ লেবার পার্টির এমপি নিহত

লন্ডন: দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে মারা গেছেন ব্রিটেনে লেবার পার্টির এমপি জো কক্স (৪১)। এ সময় ৭৭ বছর বয়স্ক এক লোক সামান্য আহত হয়েছেন। দেশটির পুলিশ বিষিয়টি নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, জো কক্স তার সংসদীয় এলাকায় এক বন্ধুকধারীর গুলি ও ছুরিকাঘাতে প্রাণ হারান।
ওয়েস্ট ইয়োকসায়ার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/জাই