
ঢাকা: রাজধানীর গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষ চলছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেল এবং অগ্নিসংযোগে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার ইস্যু নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বৃহস্পতিবার থেকে এ সংঘর্ষের সূত্রপাত। এরই জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মেয়র হানিফ ফ্লাইওভারসহ পুরো গুলিস্তান এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পল্টন থানার ওসি মসিউর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, সংঘর্ষে ডিসি আহত হয়েছেন। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অবৈধ দোকানপাট (হকার) উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দক্ষিণের মেয়র সাঈদ খোকন চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গুলিস্তানে রাস্তার উপর অবস্থানরত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, রমজান মাসে রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকা যানজটমুক্ত রাখতে এবং ফুটপাত জনগণের চলাচলের উপযোগী করার জন্যই আমরা ঢাকা সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থা একসাথে কাজ করে যাচ্ছি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস