
ঢাকা: রাজধানীর গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকার সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় পল্টন থানার ওসি মোরশেদ আলম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই শেষে যারা নির্দোষ, তাদের ছেড়ে দেয়া হবে। আর দোষীদের গ্রেফতার দেখানো হবে।
ওসি মোরশেদ বলেন, সংঘর্ষের ঘটনায় মালিক পক্ষ ও হাকারদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। শুক্রবারের ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন। সমঝোতা না হওয়া পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, সংঘর্ষের সময় ডিএমপির মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেনের মাথায় ইটের টুকরা লাগে। এতে তিনি আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার ইস্যু নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বৃহস্পতিবার থেকে এ সংঘর্ষের সূত্রপাত। এরই জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মেয়র হানিফ ফ্লাইওভারসহ পুরো গুলিস্তান এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও থাকবে। যারা এই জননিরাপত্তা বিঘ্নিত করছে তাদের ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে রাস্তা থেকে হকার উচ্ছেদ করেছে। এখন হকাররা যদি গোলমাল করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই