
ঢাকা: রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে বিপণিবিতানের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় অবৈধ দোকানপাট (হকার) উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দক্ষিণের মেয়র সাঈদ খোকন চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাইসুল নামে স্থানীয় ব্যবসায়ী নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ঢাকা ট্রেড সেন্টারের মার্কেট কমিটির লোকজন উচ্ছেদ অভিযানের পরে ফুটপাতের দোকানদারদের চলে যেতে বলে। এ সময় হকাররা কমিটির লোকদের মারধর করলে দোকান মালিকরা জোট বেঁধে হকারদের উপর চড়াও হয়।
এর আগে গুলিস্তানে রাস্তার উপর অবস্থানরত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, রমজান মাসে রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকা যানজটমুক্ত রাখতে এবং ফুটপাত জনগণের চলাচলের উপযোগী করার জন্যই আমরা ঢাকা সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থা একসাথে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ‘আমরা স্বচ্ছভাবে কাজ করছি জনগণের জন্য। তাই আমি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের পূর্ন সহযোগিতা করবেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরের প্রতিটি রাস্তাকে পরিস্কার-পরিচ্ছন্ন করে যান এবং জন চলাচলের উপযোগী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মানুষ যাতে নির্বিঘ্নে ইফতারের আগে বাসায় ফিরে ইফতারি করতে পারে সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই