
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
এতে ডাকাতদের ছোড়া গুলিতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানও গুলিবিদ্ধ হন। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওসিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন ৩ ডাকাত। তারাও আটক সাত জনের মধ্যে রয়েছেন।
হাসপাতাল থেকে ওসি মিজানুর রহমান জানান, ‘গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা- এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’
এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ তিন ডাকাতসহ মোট সাত ডাকাতকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। গুলিবিদ্ধ তিন ডাকাত হলেন- সজিব (২০), স্বপন (২০), মিলন (২৫)। গুলিবিদ্ধ ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা, ২টি ছুরি ও একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই