
গোপালগঞ্জ: সদর উপজেলার বড়ফা গ্রামের নয়ন শেখ (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে মধুমতি নদীর চরে ফেলে যায়।
শুক্রবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ১১টায় সেখান থেকে পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নয়ন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা চরপাড়া গ্রামের আব্দুল আলি শেখের ছেলে। সে ঘেনাশুর বাজারে কাঁচামালের ব্যবসা করত।
পরিবারের লোকজন জানায়, এশার নামাজের পর নয়ন ঘর থেকে বাইরে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে প্রতিবেশী হুমায়ুন শেখের শিশুসন্তানের সঙ্গে নিহত নয়ন শেখের মেয়ের খেলাকে কেন্দ্র করে দু’পরিবারের বিরোধ চরমে পৌঁছে। এ ঘটনার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে অনেকের ধারণা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, পূর্বশত্রুতার কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/এমএস