গোপালগঞ্জ জেলার পৌরসভায় আ’লীগের মনোনয়ন

ঢাকা: আওয়ামী লীগ স্থানীয় সরকার (পৌরসভা) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় মো. আতিকুর রহমান মিয়া ও সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় মো. আব্দুস শুকুরকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।
সম্পাদনা: সজিব ঘোষ