Friday, June 2nd, 2023
গোবিন্দগঞ্জে যা দেখে এলাম
November 11th, 2016 at 11:16 am
গোবিন্দগঞ্জে যা দেখে এলাম

ফিরোজ আহমেদ: গোবিন্দগঞ্জে যা দেখে এলাম, তা লেখার অবকাশ কোথায়! গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে বন্ধুরা সামান্য কিছু সহায়তা নিয়ে গিয়েছিলেন, সহায়হীন এই মানুষগুলোকে চাল-ডাল কিনে দেয়ার জন্য। কথা ছিল আজ তা বিতরণ করা হবে। কিন্তু ইউএনও সাহেব নাকি বিশাল বাহিনী নিয়ে নিজে উপস্থিত থেকে সেগুলোর বন্টন বন্ধ করেছেন। কেননা এতেও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সংক্ষেপে কয়কটি পর্যবেক্ষণ জানাই:

১. আগেই আপনারা জেনেছেন পুরো এলাকাটা ঘিরে ফেলা হচ্ছে কাঁটাতারের বেড়ায়। পাকিস্তান আমলে এই জমি অধিগ্রহণের চু্ক্তিতে বলা ছিল, আখ চাষ না করা হলে জমি অবমুক্ত করে ফিরিয়ে দেয়া হবে। বর্তমানে মিলের উৎপাদন নেই প্রায়, বছরে কয়েকদিন মাত্র চালু থাকে। প্রায় দুই হাজার একরের বিশাল অঞ্চলটিকে মিলের কর্মকর্তারা ব্যক্তিগত সম্পত্তির মতই ইজারা দিচ্ছেন অন্যান্যদের কাছে। এরই ভাগ পান স্থানীয় আওয়ামী লীগের নেতারাও।

২. ছাই হয়ে যাওয়া ঘরবাড়িতে কলের লাঙল দিয়ে চাষ দেয়া হচ্ছে, ভিটেয় হাল চাষের প্রতীকি তাৎপর্য ক্ষমতার দম্ভ প্রদর্শন। অথচ ওই ভূমিকে কৃষিযোগ্য করেছিলেন এই সাঁওতালদেরই পূর্বপুরুষেরা।

৩. উত্তরবঙ্গে শুরু হতে যাওয়া শীতল আবহওয়ায় উচ্ছেদ হওয়া নাগরিকেরা আছেন খোলা আকাশের নিচে। তাদের অধিকাংশই একবস্ত্রে বের হয়ে আসতে পেরেছেন। আর কোন সহায় সম্বল তাদের নেই।

৪. যাতায়াত অত্যন্ত কঠিন সেখানে। এর একদিকে পাহারা দিচ্ছে সরকারী মাস্তান বাহিনী, মারধর করছে, আরেকদিকে পুলিশ। গ্রেফতার করার ভীতি ছড়াচ্ছে একতরফা মামলাতে। ফলে হাটবাজারও বন্ধ। কাজের সন্ধানও বন্ধ।

৫. সাঁওতালরা এই জনপদে সবচে পরিশ্রমী জাতি হিসেবে পরিচিত। কিন্তু কি দিনাজপুর, কি নওগাঁ, কি গাইবান্ধা, অঞ্চল নির্বিশেষে তাদের শীর্ণকায় দেহ চোখে না পড়ে পারবে না। কাল দেখলাম তাদের জন্য ত্রাণ নিয়ে এসেছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, কেজি দুয়েক করে চাল আর ডাল, এক লিটার ভোজ্যতেল, আর একটা কাপড়। এখন পর্যন্ত এই টুকুই জুটেছে।

৬. সাঁওতাল সম্প্রদায়ের পড়াশোনার ঝোঁক বেশ আশা জাগানিয়া। প্রায় সব শিশু বিদ্যালয়গামী, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এমন সংখ্যা কম নয়। গাইবান্ধা যাবার আগের দিনই জাহাঙ্গীরনগরে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর সাথে পরিচয় হলো, তিনি দুঃখ করে বলছিলেন, এখানে প্রত্মতত্ত্ব পড়ছি, রুশ বিপ্লব নিয়ে আলোচনা শুনছি আর আমার মা-বাবার ওপর এই অত্যাচার চলছে।

৭. স্থানীয় সাংবাদিকদের একটা অংশকে কিনে নিয়েছেন আওয়ামী নেতারা। তারা শুরুর দিকে একচেটিয়াভাবে সাঁওতাল সম্প্রদায়কে দখলদার হিসেবে দেখাবার চেষ্টা করেছেন। তবে কয়েকজনকে পাওয়া গেলো যারা আন্তরিকভাবে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন।

৮. সাঁওতালের দুঃখ নিয়ে পানি ফেলছেন বুদ্ধিজীবীরা কেউ কেউ, মেপে মেপে। কিন্তু ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করা? আওয়ামী লীগ সরকারের ভূমিকা উন্মোচন করা? বিশাল নীরবতা। আর কবে মোসাহেব লজ্জা পেতে শিখবে?

৯. সারাদেশে আওয়ামী লীগের গ্রাম ও মফস্বল পর্যায়ের নেতাদের ভূমির ক্ষুধার শিকার হয়েছেন আরও অনেকের মত গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়। এই হলো এর শ্রেণিগত দিক। তারই রাজনৈতিক আর মতাদর্শকি বহিঃপ্রকাশ ঘটেছে আক্রমণের বেপরোয়া ধরণে, লুণ্ঠন আর নির্যাতনে। দুজন মানুষ শুধু খুনই হননি, নিখোঁজ রয়েছেন বেশ কজন। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বলেই ঘটনার তুলনায় সামান্যই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এমনকি আক্রান্ত মানুষগুলোকে সামান্য ত্রাণ দিতে গিয়েও হামলার শিকার হওয়াতে বোঝা যায়, কত নির্বিকার চিত্তে এই জাতিগত নিপীড়ন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বাংলাদেশে।

feroz

লেখাটি ফিরোজ আহমেদ এর ফেসবুক থেকে নেয়া


সর্বশেষ

আরও খবর

বাংলাদেশকে শেখ হাসিনার মতো করে কেইবা ভালোবাসতে পারে?

বাংলাদেশকে শেখ হাসিনার মতো করে কেইবা ভালোবাসতে পারে?


স্বাধীন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অবদান

স্বাধীন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অবদান


ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর


ভাওয়াল বীরের জন্য এখনও কাঁদে গাজীপুর

ভাওয়াল বীরের জন্য এখনও কাঁদে গাজীপুর


সব সূচক ও পরিসংখ্যান মতে আগামীতেও শেখ হাসিনার সরকার

সব সূচক ও পরিসংখ্যান মতে আগামীতেও শেখ হাসিনার সরকার


শিশুবিয়ে: দক্ষিণ এশিয়ায় মধ্যে বাংলাদেশ প্রথম

শিশুবিয়ে: দক্ষিণ এশিয়ায় মধ্যে বাংলাদেশ প্রথম


সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান

সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান


রমনায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: খন্দকার গোলাম ফারুক

রমনায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: খন্দকার গোলাম ফারুক


যেসব শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি

যেসব শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি


নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী