গোবিন্দগঞ্জ যাবে আ.লীগের প্রতিনিধি দল

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যাবেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, “আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং রোববার গোবিন্দগঞ্জ পরিদর্শনে যাবেন।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের