
নিউইয়র্ক: গোলাগুলির গুজবে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি টার্মিনাল খালি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন সংবাদ সংস্থার খবরের কারণে কয়েকটি ফ্লাইট বাতিল করার কথাও বলা হয়।
তবে পরে প্রাথমিক তদন্তে কোন ধরনের গুলির খোসা বা গোলাগুলির কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও সতর্কতা হিসেবে বিমানবন্দরটির একটি টার্মিনাল খালি করে দেয়া হয়। নিউইয়র্ক পুলিশকে সহায়তার জন্যও ডাকা হয়।
স্থানীয় সময় রোববার রাত ৯ট ৩০ মিনিটে পোর্ট পুলিশ জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং টার্মিনালের উড্ডয়ন সীমারে কাছে গোলাগুলির খবর পায়। কিছুক্ষণ পর পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গুলির খবরের কারণে টার্মিনাল-১ বন্ধ করে দেয়া হয়েছে।
বিমানবন্দরের অবতরণের একটি এক্সপ্রেস ওয়েও বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তার কারণে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখা হয়। পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই