‘গোল ফিফটি অ্যাওয়ার্ড’ পেলেন রোনালদো

ডেস্ক : ক্যারিয়ার চতুর্থ বারের মতো ‘গোল ফিফটি অ্যাওয়ার্ড’ জিতে নিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ভাগ বসালেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সর্বোচ্চ চারবারের গোল ফিফটি জয়ে।
২০০৮ সাল থেকে মৌসুমের সেরা ৫০ গোলের তালিকা করে আসছে বিশ্ব নন্দিত ফুটবল বিষয়ক অনলাইন সংবাদ গোল ডট কম। বিজয়ীর হাতে তুলে দেয়া হয় সম্মান সূচক ক্রেস্ট। সেরা তিনে মেসি না থাকলেও দ্বিতীয় অবস্থান ছিলেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ এবং তৃতীয় স্থানটি ফরাসি ফরোয়ার্ডার আঁতোইন গ্রিজম্যানের দখলে।
গোল ফিফটি অ্যাওয়ার জয়ের পর রোনালদো জানিয়েছেন, আবারও এ অ্যাওয়ার্ড জয়ে আমি আনন্দিত। এটা শুধু আমার নয় এ প্রাপ্তি পুরো টিমের। আমার একার পক্ষে কিছুই সম্ভব না। কারণ, ফুটবল একটা দলের ১১ জনের খেলা।
সম্পাদনা: জাবেদ