
বিশেষ প্রতিনিধি, ঢাকা: বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ উচ্ছেদে ঢাকার কামরাঙ্গীরচরে নয়দিন ধরে সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। যে কারণে সেখানে নানাবিধ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে বেনারকে জানিয়েছেন স্থানীয়রা।
“নয়দিন ধরে গ্যাস না থাকায় সব চেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন মূলত নিম্ন আয়ের মানুষ,” বুধবার নিউজনেক্সটবিডিকে বলেন কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকার হাসান আহমেদ। এই সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের দাবি, জ্বালানী কাঠ, কেরোসিনের দামসহ দৈনন্দিন রান্না ও গৃহস্থলীর নানা কাজে দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে।
“জনপ্রতিনিধিরা দ্রুতই সমস্যাটি সমাধানের ব্যাপারে স্থানীয়দের আশ্বস্ত করে আসছেন,” বলেন হাসান।
ইতোমধ্যে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, ওই এলাকায় বৈধ গ্রাহকের সংখ্যা মাত্র ১২ হাজার হলেও সংযোগ ব্যবহার করছেন লাখেরও বেশি গ্রাহক। এছাড়া বৈধ গ্রাহকদের কাছেও প্রায় প্রায় ৬৭ কোটি টাকার বিল বকেয়া রয়েছে।
সার্বিক দিক বিবেচনা করে অবৈধ সংযোগ উচ্ছেদ ও বকেয়া আদায়ে ১০ মে ওই এলাকার গ্যাস সংযোগ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, মন্ত্রণালয়ের নির্দেশে এমনটা করা হয়েছে।