
ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিলের দাবি জানিয়েছে জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবী জানায় সংগঠনটি।
জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে। তারপরও গ্যাসের এই মূল্যবৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে ভোক্তাস্বার্থ মূল্যায়ন করা হয়নি। কোন সিদ্ধান্তের ভিত্তিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে তা বিইআরসির প্রকাশ করা উচিত।
বুলু বলেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে উৎপাদক ও ভোক্তার স্বার্থ দুটো সংরক্ষণ করতে হয়। শুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার বিধান রয়েছে। কিন্তু নতুন কমিশন ভোক্তাস্বার্থ বিবেচনায় না নিয়ে মূল্যবৃদ্ধি করেছে। গণশুনানিতে খোদ বিইআরসির টেকনিক্যাল কমিটি কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবনাকে অযৌক্তিক বলে মত দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বিবেচনায় নেয়া হয়নি।
তিনি বলেন, এরপরও দাম বাড়ানোর সিদ্ধান্ত অবৈধ। এত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে দাবী করে গ্যাসের মূল্য বৃদ্ধির এই অন্যায় সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান।
নিউজনেক্সটবিটি/বিজ্ঞপ্তি