
ঢাকা: সরকার ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মূল হাতিয়ার স্থানীয় সরকার বিভাগ এ কথা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রূপকল্প বাস্তবায়নের জন্য গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জরুরি। আর সমবায়ভিত্তিক অর্থনীতি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের একমাত্র বাহন।’
রোববার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগ সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়। এ সময় সংসদ সদস্য ইসরাফিল আলমসহ এলজিআরডি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে