
ঢাকা: চার ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘টনিক’ চালু করেছে মোবাইল সিম অপারেটর গ্রামীণফোন এবং টেলিনর হেলথ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন এই সেবাটির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টনিক জীবন, টনিক ডাক্তার, টনিক ডিসকাউন্ট ও টনিক ক্যাশ’ এই চারটি সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। গ্রামীণফোনের যেকোনো গ্রাহক www.mytonic.com এই ঠিকানায় কিংবা *৭৮৯# অথবা ৭৮৯ নাম্বারে কল করে বিনামূল্যে এই সেবা গ্রহণ করা যাবে। শুধুমাত্র ‘টনিক ডাক্তার’ সেবা নেয়ার জন্য কল দেয়ার ক্ষেত্রে প্রতি মিনিটের খরচ পড়বে ভ্যাট ও অন্যান্য কর ছাড়া ৫ টাকা।
‘টনিক জীবন’-এর মাধ্যমে টনিক গ্রাহকরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থজীবন যাপনের জন্য বিভিন্ন টিপস ও তথ্য পাবেন। ‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দিবে সপ্তাহের সাত দিন ২৪ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে।
‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দিবে। ‘টনিক ক্যাশ’-এর মাধ্যমে সদস্যরা তিন রাত কিংবা তারও বেশি হাসপাতালে প্রদত্ব বিল থেকে ৫শ’ টাকা পর্যন্ত সহযোগিতা পাবেন।
এ নিয়ে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে ‘টনিক’। বাংলাদেশে টনিক চালু হওয়া আমার জন্য খুবই আনন্দের বিষয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান, স্বাস্থ্যসেবা বিষয়ক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, দূতাবাস ও উন্নয়ন সহযোগী কর্মকর্তা এবং এদেশের স্বাস্থ্য খাতে টেলিনর হেলথ সহযোগীবৃন্দ।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসআই