
ডেস্ক: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান বলেছেন, রূপালী ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা কমিয়ে ব্যাংকে ভালো অবস্থানে নিতে হলে ঋণ বিতরণের ক্ষেত্রে শহরের সঙ্গে গ্রামকেও প্রধান্য দিতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অধিকহারে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে হবে।
শনিবার রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নিধারণকল্পে ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্যাংকের উন্নয়নে এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মাঈন উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক মো: আব্দুল মতিন। এছাড়া সম্মেলনে সিলেট বিভাগের ব্যাংকের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ