গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

ঢাকা: নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘সি গ্রুপে’ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মানি। মঙ্গলবার জার্মানদের জয়ে ২৯ মিনিটে একমাত্র গোলটি করেন মারিও গোমেস।
‘ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।’
গ্রুপের অন্য ম্যাচে ইয়াকুবের একমাত্র গোলে ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পোল্যান্ড। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়া জার্মানির পয়েন্ট ৭। পোল্যান্ডের পয়েন্টও সমান ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের নকআউট পর্বে খেলার আশা আছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস