
ডেস্ক: বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন নাম লেখিয়েছেন কিংবদন্তিদের পাশে। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২২তম বারের মত ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন অশ্বিন। ফলে রেকর্ড বইয়ে কিংবদন্তিদের পাশে বসালেন তিনি। নিজেদের টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ২২বার করে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ এবং পাকিস্তানের ওয়াকার ইউনিস।
অশ্বিনের চেয়ে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ বা ততোধিক উইকেট শিকারের করেছেন তিনজন বোলার। তারা হলেন- অনিল কুম্বলে, হরভজন সিং ও কপিল দেব। ভারতের বর্তমান কোচ কুম্বলে ৩৫ বার, হরভজন ২৫বার ও কপিল ২৩ বার বল হাতে এমন কীর্তি দেখান।
আর বিশ্বের মধ্যে অশ্বিনের চেয়ে সবচেয়ে বেশি ৫ বা ততোধিক উইকেট শিকার করা খেলোয়াড় ১৪জন। সবচেয়ে বেশি ৫ বা ততোধিক শিকার করে এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। সর্বোচ্চ ৬৭বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন সাবেক এই অফ-স্পিনার।
গ্রন্থনা: দেলোয়ার