
ঢাকা: মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘ফাহিম জঙ্গি কি না বা তার সঙ্গে আরো কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসার আগেই তাকে হত্যা করা হলো। রিমান্ড শেষ হবার আগেই ক্রসফায়ার, প্রমাণ করে উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও আওয়ামী লীগবাদ যমজ ভাই। দুপক্ষই রক্তারক্তি পছন্দ করে। এ কারণে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সরকার কোনো রকম বিচার ও তদন্ত করছে না। মানুষকে হয়রানি করছে।’
সারা দেশে পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘এরপরও কেন রামকৃষ্ণ মিশন ও কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি দেওয়া হলো? অভিযান তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গিবাদ দমনের নামে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। শুধু মাত্র বিরোধী দলকে অপবাদ দেওয়া ও শেষ করার জন্য সরকার গ্রেফতার করছে।’
রিজভী বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে ট্রানজিট দিয়েছে। ট্রানজিটের নামে দেশের স্বাধীনতাকে বিক্রি করা হচ্ছে। ক্ষুদ্র দেশে ট্রানজিট দেওয়ার মত অবকাঠামো নেই। ঘনবসতিপূর্ণ দেশে চলাচলে এমনি সমস্যা, তারপর নদীতে পানি নেই। আর পানি কেন নেই তা সবাই জানে, এরপরও নাম মাত্র মূল্যে ট্রানজিট।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই