Monday, August 1st, 2016
ঘনিষ্ঠ দৃশ্যে রণবীর-অ্যাশ
August 1st, 2016 at 11:54 am
ঘনিষ্ঠ দৃশ্যে রণবীর-অ্যাশ

ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে এখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিংয়ে ব্যস্ত বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিতে একটি দৃশ্যের শুটিংয়ের সময় অ্যাশ রণবীরের একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। আর এতেই নাকি রেগে গেছে বচ্চন পরিবার।

এবারই প্রথম নয়; এর আগেও ‘ধুম ২’-এর শুটিংয়ের সময় হৃতিক-অ্যাশের চুম্বন দৃশ্য চটিয়েছিল বচ্চন পরিবারকে।

তখন সামনেই ছিল অভি-অ্যাশের বিয়ে। পরে অ্যাশও স্বীকার করেছিলেন হৃতিকের সঙ্গে ওই দৃশ্যের শুটিং করতে তারও অস্বস্তি হয়েছিল। সেই দৃশ্যের জন্যে তাকে বিভিন্ন আইনি সমস্যারও সম্মুখীন হতে হয়। তবে পরিস্থিতির আজও যে তেমন কোনও পরিবর্তন হয়নি, তা আরও একবার প্রমাণিত হল রণবীরের সঙ্গে অ্যাশের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’-এর শুটিংয়ে।

সূত্রের খবর, প্রথমে শোনা যায়, ঐশ্বর্য করণকে জানান, তিনি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আগ্রহী নন। কিন্তু পরে চিত্রনাট্যের দাবি মেটাতে ঘনিষ্ঠ দৃশ্য করতে রাজি হন বচ্চন বধূ। তবে প্রকাশ্যে এ নিয়ে এখনো বচ্চন পরিবার কোনও মন্তব্য করেনি।

ঘনিষ্ঠ-মহলের দাবি, সাধারণত অ্যাশের কাজের বিষয়ে নাক গলায় না বচ্চন পরিবার। কারণ, বর্তমানে এর চেয়েও অনেক সাহসী দৃশ্য দেখা যায় ছবিতে এবং বহুদিন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে বচ্চন পরিবারও এই বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল বলেই সকলে জানে।

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক