ঘন কুয়াশায় পাঞ্জাবে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬
পাকিস্তানের পাঞ্জাবে ঘন কুয়াশায় দুটি গাড়ির সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কিছু যাত্রী।

পাকিস্তানের পাঞ্জাবে ঘন কুয়াশায় দুটি গাড়ির সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কিছু যাত্রী।
জানা গেছে, বাটাপুর এলাকায় নির্মাণাধীন একটি পাতালরেল প্রকল্প থেকে আসা ধূলাবালিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সড়ক আচ্ছন্ন হয়ে পড়ে। এ অবস্থায় একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ির আঘাতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ বায়ূদূষণের প্রধান শিকার হচ্ছে মটরসাইকেল আরোহীরা।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী খাজা সালমান রফিকের এক উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, “লাহোরে যে উন্নয়ন কাজ হচ্ছে, তা থেকে কোনোভাবেই বায়ু দূষণ হচ্ছে না। এরপরও আমার পরামর্শ, প্রয়োজনে শহরের স্কুলগুলি বন্ধ রাখা যতে পারে। এটি করলে শিক্ষার্থীরা এ বায়ু দূষণের কবলে পড়বে না।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের