ঘরোয়া উপাদানে চুলের রং

পাকা চুল হোক বা সাজগোজ- চুলের প্রাকৃতিক রং বদলানোর প্রয়োজন হয় নানা কারণে। সাধারণভাবে চুল রং করার সময়ে বাজার চলতি হেয়ার ডাই-ই ব্যবহার করেন সবাই। তাতে চুলের কৃত্রিম রং পাকা হয় ঠিকই, কিন্তু ডাই-এ ব্যবহৃত নানাবিধ রাসায়নিকের প্রভাবে ক্ষতি হয় চুলের।
তাহলে এই সমস্যার সমাধান কী?
একমাত্র সমাধান হলো, একেবারে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলকে রাঙিয়ে নেওয়া। সৌভাগ্যবশত প্রত্যেকের বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যেগুলোর সাহায্যে অনায়াসে এবং নিরাপদে চুলে রং করে নেওয়া সম্ভব। জেনে নেওয়া যাক সেই সমস্ত উপাদানগুলো-
গ্রন্থনা: রাকিব